নেপালকে উড়িয়ে দিয়ে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ | BD Saff Win



ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে নারী সাফে ভারত ভিন্ন এই প্রথম অন্য কোন দেশ শিরোপা জিতলো।
…………
দু’টি গোল করেছেন স্ট্রাইকার কৃঞ্চা রানী সরকার, আর একটি গোল এসেছে আরেক স্ট্রাইকার শামসুন্নাহার জুনিয়রের কাছ থেকে। নবম দেখায় নেপালের বিরুদ্ধে এটি বাংলাদেশের প্রথম জয়ও।

– Subscribe to our channel:
– Follow us on Twitter:
– Find us on Facebook:
– Check our website:

#JamunaTelevision #JTV #যমুনাটিভি #BD_Saff_Win

Camisetas Costa Rica Última hora del FC Barcelona. Actualidad, fichajes, calendario, entradas, resultados, clasificaciones, resúmenes, LaLiga, la Copa, la Champions League.

47 comentarios en «নেপালকে উড়িয়ে দিয়ে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ | BD Saff Win»

  1. সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন, তহুরা খাতুন, মার্জিয়া আক্তার ও শিউলি আজিম।
    আমাদের উপজেলার মেয়ে এরা, কলসিন্দুর গ্রামের।

  2. বাংলাদেশের বালের ছেলে ক্রিকেট টিম থেকে মেয়ে গুলো অনেক ভালো খেলে এইতো ফুটবল ফাইনাল নিয়ে আসলো মেয়েরা আবার ক্রিকেট এ মেয়েরা ফাইনাল এ Love You BD Girls Sport Person❤️❤️🖤

  3. কিছুদিন আগেও বাড়িতে বা বাইরে- সর্বত্রই এই মেয়েরা স্বীকার হয়েছে তিরস্কারের। কখনও মেয়ে হয়ে ফুটবল খেলার কারণে, কখনও আবার শুধু মেয়ে হবার কারণেই। তাদের ফুটবল খেলা নিষিদ্ধ করার দাবীতে মিছিলও করেছে কট্টর মৌলবাদীরা। আজ সেই ধর্মান্ধদের নাক বরাবর জোরালো শট নিয়েছেন সাবিনা-সানজিদারা, সেই শটে তাসের ঘরের মতো উড়ে গেছে নিন্দুকেরা।

  4. অথচ এই নারীদের মুসলিম ধর্মে অধিকারেই দেওয়া হয় না। ছি

  5. কিছুদিন আগেও বাড়িতে বা বাইরে- সর্বত্রই এই মেয়েরা স্বীকার হয়েছে তিরস্কারের। কখনও মেয়ে হয়ে ফুটবল খেলার কারণে, কখনও আবার শুধু মেয়ে হবার কারণেই। তাদের ফুটবল খেলা নিষিদ্ধ করার দাবীতে মিছিলও করেছে কট্টর মৌলবাদীরা। আজ সেই ধর্মান্ধদের নাক বরাবর জোরালো শট নিয়েছেন সাবিনা-সানজিদারা, সেই শটে তাসের ঘরের মতো উড়ে গেছে নিন্দুকেরা।

  6. অভিনন্দন বাংলাদেশ দলকে! ক্রিকেট ফুটবলে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি সাফল্য অর্জন করছে, আশা করি ভবিষ্যতে এটা বজায় থাকবে।

  7. নারী ফুটবল/ক্রিকেট সবই ভাল করছে, ছেলেরা যত্তসব টিকটকার

  8. অভিনন্দন বাংলাদেশ টীম।
    অভিনন্দন কৃষ্ণা রাণী সরকার।

  9. মায়ানমার সীমান্তে হামলা চালাচ্ছে আর খনিকে*র পুতেরা আছে খেলা নিয়ে।

  10. প্রতি দিন কারো বাড়িতে গেলে সম্মান কমে যায়। আর প্রতি দিন আল্লাহর ঘর মসজিদে গেলে সম্মান বেড়ে যায়🤲
    সুবহানাআল্লাহ

  11. গোলকিপার রুপনা চাকমার অনেক বড় অবদান ছিল আজকের ম্যাচটা জিতার জন্য।দারুণ খেলেছেন

  12. বাংলাদেশের গোল কিপার কে স্পেশাল ভাবে ধন্যবাদ দিতে হবে নাইলে বাংলাদেশের জালেও ঢুকত এক ডজন গোল

  13. Ovinondon , we'll come home safely . we are proud of you . unbeaten champion we want government reward them and provide more facilities new stadium whatever they want

  14. এবার নাজমুল হোসেন শান্ত কে এদের দলের চাই😁😄🤣😅🤣

  15. আহা পুরুষের যত ফুটবল Cricket খেলা দেখেছি। ততবার শেষে গিয়ে কান্না করেছি হাউ মাউ করে😭,, একটা ট্রফি জন্য 🏆 একটা বাংলাদেশ জন্য🇧🇩, আজ ভয়টা অনেক ছিলো😥😢, আজ আর কষ্ট কান্না করতে হয়নি,মেয়েরা সুখের কান্না ভাসিয়ে দিয়েছে😭🤩, তোমাদের ধন্যবাদ দিবো না,শুধু বলবো ১৭ কোটি মানুষের মনের ক্ষিদা মিটাইছো তোমারা দক্ষিন এশিয়া কুইনরা অভিনন্দন 🤩 তোমাদের লাল গালিচা সাথে খোলা বাসে ট্রফি নিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে জানিয়ে দেওয়া দরকার বাংলাদেশ বাঘীনিরা কাপ জয় করে আনতে পারে 💪🏆

  16. দেশের ফেরার পর এই সোনার মেয়েদের চ্যাম্পিয়ন বাসে সারা দেশে ঘোরানো হোক।
    সাবাস বাংলাদেশ 🇧🇩👑
    এ মেয়েরাই সত্যিকারের চ্যাম্পিয়ন 👑🇧🇩

  17. এগুলো সব ইহুদিদের ষড়যন্ত্র, মুসলিম মেয়েদের কে কিভাবে রাস্তায় নামায়বে সে চেষ্টা চলছে,তাই এতো উদ্বীপনা এতো সফলতা

  18. I love 💕 you Bangladesh football ⚽ team🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

Los comentarios están cerrados.